নাথ মিশন যে সমস্ত বিষয়ে কাজ করবে তার একটি খসড়া নিচে দেওয়া হলো !
১) ‘নাথ ভাণ্ডার’ স্থাপন – যেখান থেকে গরীবদের অর্থ সাহায্য করা যাবে ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের বাৎসরিক বৃত্তি যথাযোগ্য পরিমানে দেওয়া যাতে তারা পুরো সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে।
২) নাথ ব্যঙ্ক প্রতিষ্ঠা;
৩) বৃদ্ধাশ্রম স্থাপন ও আসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের সম্পত্তি-প্রাণ বাঁচানোর জন্য স্বাচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা;
৪) মৎস্যেন্দ্রনাথ ও গোরক্ষনাথ-র নামে স্কলারশিপ প্রবর্তন;
৫) নাথ ধর্ম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম চালু করা;
৬) নাথ ধর্ম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সমস্ত পুথি, পাণ্ডুলিপী, রচনা, স্থাপত্যের-র রক্ষণাবেক্ষণের জন্য বিশিষ্ট মিউজিয়াম স্থাপন;
৭) OBC-নিয়ে বৈষম্য দূর করে OBC- Certificate নিয়ে টালবাহনা বন্ধ করা ও চাকরীর ক্ষেত্রে সরকারী সুযোগ বাস্তবায়ীত করা;
৮) সমস্ত নাথ/যোগি সম্প্রদায়ের মঠ, মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থানের রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ী সরকারী অনুদান বাস্তবায়ীত করা;
৯) নাথ/যোগি অধ্যুষিত এলাকার জনপ্রতিনিধিত্ব নাথ/যোগি জাতির জন্য সংর ক্ষিত করা;
১০) নাথ/যোগি অধ্যুষিত এলাকায় কোচিং সেন্টার, কো-অপারেটিভ সোসাইটি ইত্যাদি গঠন;
এমন আরো কত কাজের কথা স্বতস্ফুর্ত ভাবে চলে আসবে তবে সব থেকে বড় কথা হলো স্বার্থহীন ভাবে কতজন এগিয়ে আসতে পারবেন ? তবে আশার কথা নতুন প্রজন্মের অধিকাংশ নিজেদের ব্যক্তি স্বার্থকে বর্জন দিতে পারেন এবং ত্যাগে ও নিষ্ঠার আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্মিলিত ভাবে নাথ/যোগি সম্প্রদায়ের সেবায় আত্মনিয়োগ করবেন।
আমরা আমাদের সমস্ত স্বজাতি ভাইবোনদের আবেদন করছি যে আমাদের নাথ মিশনের কাজকে এগিয়ে নিয়ে যেতে কেবলমাত্র এই ওয়েবসাইট এর লিংক এর মাধ্যমে অসম বঙ্গ যোগী সম্মিলনীর ব্যাঙ্ক একাউন্ট এ অনুদান দেবেন !
Donate for Nath Mission