আসাম বঙ্গ যোগী সম্মিলনী
ভূমিকা
রাজরোষে নাথ ব্রাহ্মণ ও তার সাথে সমস্ত যোগি সম্প্রদায়ের যে সামাজিক বিপর্যয় ঘটেছিল তার থেকে উদ্ধার পাওয়া সহজে সম্ভবপর হয়নি। এছাড়া ছিল যোগিসম্প্রদায়ের প্রতি উচ্চবর্ণ হিন্দুদের আশালীন ব্যবহার। সুদীর্ঘ কালের দারিদ্র ও নিরক্ষতা যোগিজাতির উন্নতির পথে ছিল প্রধান প্রতিবন্ধকতা। পশ্চিমী রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন ও যোগি সম্প্রদায়ের প্রতি অন্যায় সরকারী উদাসীনতা ও সামাজিক অবহেলার ঘটনা কিছু শিক্ষিত, চিন্তাশীল ও অনুসন্ধিৎসু ব্যক্তিবর্গদের প্রতিবাদী করে তুলেছিল। নাথ-যোগি সম্প্রদায়ের ধর্ম, আধ্যাত্মিক সাধন-পদ্ধতি, যোগসাধনা ও আয়ুর্বেদের শিক্ষা, তাঁদের সৃষ্ট সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রভৃতি প্রাচীন গৌরব সম্পর্কে তাঁরা উদবুদ্ধ হয়েছিলেন এবং হৃত গৌরব পুনরুদ্ধারে আত্মনিয়োগ করেছিলেন। এই কাজে যারা অগ্রণী ছিলেন তাঁরা হলেন আন্দুলের ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র নাথ দালাল, বর্ধমান-র সমাজ সংস্কারক বিষ্ণুচন্দ্র নাথ ভট্টাচার্য্য, হাতিয়ারা (দমদম) থেকে আগত বেনীয়াপুকুর, কলকাতা নিবাসী মণিমোহন নাথ, বৃটিশ রেল আধিকারিক নাথবন্ধু অরবিন্দ বন্ধু নাথ, শিক্ষাদরদী স্বজাতি বৎসল নোয়াখালীর আচার্য রাধা গোবিন্দ নাথ ও ভারত চন্দ্র নাথ, ঢাকার উকিল অম্বিকা চরণ নাথ ও বস্ত্রব্যবসায়ী রাম কুমার নাথ প্রভৃতি। আসাম বঙ্গ যোগি সম্মিলনী প্রতিষ্ঠার আড়ালে রয়েছে অনেক ঘটনা প্রবাহ যা নাটকের পট পরিবর্তনের মতো একদিকে যেমন চিত্তাকর্ষক ও রোমাঞ্চকর অন্যদিকে তেমনি বিয়োগাত্মক।
যোগি আন্দোলন
যোগি হিতৈষিণী সভা
যোগিসখার আত্মপ্রকাশ
যোগিসখার প্রথম সংস্করণ
ABYS-র আত্মপ্রকাশ
ABYS-র উদ্দেশ্য
অধ্যবসায় ও প্রসার
উল্লেখযোগ্য উদ্যোগ
বর্তমানের উল্লেখযোগ্য কর্মোদ্যোগ গুলির অন্যতম হলঃ
১) আচার্য রাধা গোবিন্দ নাথ স্মৃতি দাতব্য চিকিৎসালয় – চক্ষু বিভাগ ও দন্ত বিভাগ।
২) সরস্বতি পাল ছাত্রাবাস – স্বল্প মূল্যে দূরাগত ছাত্রদের থাকার সুব্যবস্থা।
৩) শোভনা চৌধুরী ধর্মশালা – স্বল্প মূল্যে থাকার ঘর ও ডরমিটরী ব্যবস্থা।
8) কৃঁষ্ণ গোবিন্দ শিব স্মৃতি সভাঘর – বিভিন্ন অনুষ্ঠাণ ও সভা-সমিতি আয়োজনের ব্যবস্থা আছে।
৫) যোগিসখা পত্রিকা প্রকাশ ও প্রতি মাসে সদস্যদের মধ্যে ডাকযোগে বিতরন – যেথায় পাত্র-পাত্রী বিজ্ঞাপণ ও বানিজ্যক বিজ্ঞাপন প্রচারিত হয়।
৬) ছাত্র-বৃত্তি প্রদান – প্রতি বছর স্বজাতীয় মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা-বৃত্তি ও অতি মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশিষ্ট শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়।
৭) বাৎসরিক অনুষ্ঠাণ সূচী – সম্মিলনীর বার্ষিক সাধারন অধিবেশন ছাড়াও ভক্তি ও শ্রদ্ধাসহকারে
পালন করা হয় আচার্য রাধা গোবিন্দ নাথ-র আবির্ভাব দিবস, শিবরাত্রি অনুষ্ঠান ও বিজয়া সম্মেলন।