ধরিত্রীর মায়া ত্যাগ করে বিষ্ণুধামে গমন করেছেন সম্মিলনীর আজীবন সদস্য ও প্রাক্তন কার্যকর্তা, বিশিষ্ট বৈষ্ণব সাধক, সাহিত্যক ও কীর্তনীয়া, রাধা গোবিন্দ পল্লী, সোনারপুর (কলকাতা ৭০০ ১৫০) নিবাসী সুশান্ত নাথ চৌধুরী (জন্ম: ২২ আশ্বিন, ১৩৪৬ ; প্রয়াণ: ২৬ শে আষাঢ, ১৪৩০; ১২ই জুলাই, ২০২৩) ৮৬ বৎসর বয়সে। তাঁর পিতা স্ব. নবকুমার চৌধুরী ও স্ব. মাতা অন্নদা সুন্দরী দেবী, আদি নিবাস মনিপুর গ্রাম, বাবুপুর, জিলা নোয়াখালী। প্রয়াণকালে রেখে গেলেন সহধর্মিনী, দুই পুত্র, পুত্র বধু, এক কন্যা, জামাতা, তিন নাতি-নাতনী, এক নাত বৌ ও প্রপৌত্র। তাঁর রচিত গ্রন্থসমূহ হল – ভক্তি তত্ত্বগীত মঞ্জরী, ভক্তি রসামৃত দেহতত্ত্ব, শ্রী চৈতন্যের ভক্তিরস তত্ত্বসংকলন এবং শ্রী শ্রী গুরু তত্ত্বসার। অন্যান্য বহু অনুষ্ঠান ছড়াও একাধিকবার তিনি আচার্য রাধা গোবিন্দ নাথ মহাশয়ের বাসভবনে ও সম্মিলনীতে কীর্তনের আসর বসিয়েছিলেন। শোকাহত আমরা সকলে তাঁর বিদেহী আত্মার সদগতি ও চিরশান্তি , করছি। ওঁ শান্তি শান্তি শান্তি!
Category: ABYS News BN
Share this post