চন্দননগরের বারাসাত, ব্যানার্জী পাড়া নিবাসী পবিত্র কুমার নাথ মহাশয় ইহলোকের মায়া কাটিয়ে শিবলোকে গমণ করলেন ২১শে মার্চ, ২০২৩ মধ্যরাত ১২-৪৫ মিনিটে। সম্মিলনীর বিশিষ্ট আজীবন সদস্য স্বজাতি বৎসল পবিত্র বাবু ছিলেন ভালো শিক্ষক রূপে সমাদৃত ।
সম্মিলনী-র পক্ষ থেকে শোকাহত আমরা সকলে তাঁর বিদেহী আত্মার সদগতি ও চিরশান্তি কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করি। ওঁ শান্তি শান্তি শান্তি!