আসাম বঙ্গ যোগি সম্মিলনীর ১১২ তম বার্ষিক সাধারণ অধিবেশনে সম্পাদকের প্রতিবেদন (২০২১-২২)
রবিবার, ১৩/১১/২০২২ (২৬শে কার্তিক, ১৪২৯)
মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি, অধিবেশনের মাননীয় উদ্বোধক প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি ও উপস্থিত শ্রদ্ধেয় সদস্য, সদস্যা ও সুধী স্বজাতিবৃন্দ — সকলকে সম্মিলনীর পক্ষ থেকে ও আমি ব্যক্তিগত ভাবে ও সম্মলনীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি-শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে ২০২১-২২ বর্ষের বার্ষিক প্রতিবেদন পরিবেশন করছি।
শোক জ্ঞাপন
অত্যন্ত দুঃখের সাথে জানাই উল্লিখিত সময়ে সম্মিলনীর একজন বিশিষ্ট কর্মকর্তা ছাড়াও অনেক সদস্য-সদস্যা, শুভানুধ্যায়ী ও সমজসেবীর তিরোধান হয়েছে। সর্বাপেক্ষা মর্মবিদারক ঘটনা সম্মিলনী সভাপতি অধ্যাপক গোপাল চন্দ্র দেবনাথ (০৬/০৭/২০২২) মহাশয়ের আকস্মিক প্রয়াণ। তিনি ছিলেন সম্মিলনীর একনিষ্ঠ সেবক ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। ১৭ই জুন, ২০১৮ তারিখে অনুষ্ঠিত ১০৮ তম বার্ষিক অধিবেশনে তিনি সর্বসম্মতিক্রমে কার্যকরী সমিতির সভাপতি নির্বাচিত হন। পুণরায় তিন বৎসরের জন্য সম্মিলনীর সভাপতি নির্বাচিত হন ১১১তম বার্ষিক সাধারন অধিবেশনে । গত ২৬শে জুন, ২০২২ তারিখের কার্যকারক মণ্ডলীর সভায় অনেক আলোচ্যসুচী থাকায় তাঁকে একটানা পাঁচ ঘন্টা ধরে বিভিন্ন সমস্যা সমাধানে নিমগ্ন থাকতে হয়েছিল। কে জানত সম্মিলনীতে সেই সভাই হবে তাঁর অন্তিম সভা ।
প্রায় সত্তর বছরেরও অধিক সময় থেকে সম্মলনীর সাথে অবিচ্ছেদ্য সম্পর্কে ছেদ পড়লো প্রাক্তন যোগিসখা পত্রিকা সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক মহাশয়ের। তিনি ৯৭ বৎসর বয়সে বিষ্ণুধামে গমন করলেন বিগত ০৬/১০/২০২২ তারিখে। সম্মিলনী-অন্ত প্রাণ, আজীবন সদস্য ও প্রাক্তন কার্যকর্তা, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী গোহালবাটী ( উ. ২৪ পরগনা) নিবাসী চিত্তরঞ্জন নাথ মহাশয় আমাদের ছেড়ে চলে গেলেন ২৮/০৫/২০২২ –এ। এর প্রায় ১ বৎসর পূর্বে বিশিষ্ট সমাজসেবী ও আজীবন সদস্য রবীন্দ্রপল্লী, প্রফুল্লকানন, কল ১০১ নিবাসী গোপাল কৃষ্ণ দেবনাথ (১৪/০৪/২০২১) বিষ্ণুধামে গমন করেন।
সম্প্রতি সম্মিলনীর বিশিষ্ট পৃষ্ঠপোষক, দাতা ও বিশিষ্ট আজীবন সদস্য নোনাচন্দনপুকুর, কল-১২২ নিবাসী শ্রী গোপাল চন্দ্র ভৌমিক (০৬/১০/২০২২) এবং ক্রীক লেন, কলকাতা ১৪ নিবাসী অজিত রঞ্জন চৌধুরী (২০/০৯/২০২২) বিদায় নিলেন । এর ঠিক এক বৎসর পূর্বে (২০/০৯/২০২১)অজিত রঞ্জন চৌধুরী-র একমাত্র পুত্র আশিস রঞ্জন চৌধুরী অপরিণত বয়সে আমাদের ছেড়ে গেছেন।
আরো বেদনাদায়ক যে অতি অল্প বয়সে হৃদরোগে ইহলোক ত্যাগ করতে হলো উচ্চ-মাধ্যমিক ছাত্র ও আমাদের আজীবন সদস্য নগর উখড়ার ছন্দ কুমার দেবনাথ কে (২১/০৪/২০২২) ।
বিগত বছরে আরো যাঁরা ইহলোকের মায়া ত্যাগ করেছেন তাঁরা হলেন মেদিনীপুর নাথ উন্নয়ন সংগঠনের সদস্য অমর দেব নাথ মহাশয় (৬৫) ও হরিপদ দেব নাথ (৬৫)। তাঁরা যথাক্রমে ইংরেজি 11/10/2022 এবং 22/10/2022 তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। উভয়েই স্বজাতির উন্নতির জন্য অনেক কাজ করেছেন। সোনারপুর, কল ১৫০ নিবাসী সম্মিলনীর আজীবন সদস্য মৃনাল কান্তি মজুমদার (০৭/০১/২০২২) ও প্রফুল্ল চন্দ্র নাথ (১৩/০১/২০২২) এবং স্বজাতি রবীন্দ্র দেবনাথের (সেপ্টেম্বর, ২০২২) ও শুভ্রা নাথ (অধ্যাপক শ্চীন্দ্র নাথ সরকারের কন্যা – জুন, ২০২০)-র প্রয়াণেও আমরা ভীষণ ভাবে শোকাহত।
ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি ও যথোপরি মর্যাদায় স্মরণ সভার আয়োজন করেছি (১২ই সেপ্টেম্বর, ২০২১) অমলেন্দু বিকাশ চৌধুরী-র স্মৃতিতে। আর চৌধুরী গ্র্যণ্ড গ্র্যাণ্ড সন্স-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার, দানশীল এবং সম্মিলনীর অতি বিশিষ্ট পৃষ্ঠপোষক ডোভার লেন কল ২৯ নিবাসী অমলেন্দু বিকাশ চৌধুরী-র প্রয়াণ হয় ৩১/০৭/২০২১ তারিখে । যথাযোগ্য সন্মানের সাথে সম্মিলনীর প্রাক্তন সভাপতি অধ্যাপক স্বর্গীয় গোপাল চন্দ্র দেবনাথ মহাশয়ের স্মৃতিতেও আমরা স্মরণ সভার আয়োজন করেছি ২৮/০৮/২০২২ যে সভায় তাঁর অতি নিকট আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। বাংলা কার্টুন জগতের একচ্ছত্র নায়ক আমাদের সকলের অতি প্রিয় পদ্মশ্রী নারায়ন দেবনাথ মহাশয়ের তিরোধানে (১৮/০১/২০২২) দেশের অন্যান্য সকলের মতো আমরা সকলে গভীরভাবে শোকসন্তপ্ত ছিলাম।
শিব-মহেশ্বর সমীপে বিনীত প্রার্থনা, প্রয়াত সকল কর্মকর্তা, সদস্য-সদস্যা ও স্বজাতি বর্গের সকল বিদেহী আত্মার যেন পরম শান্তি ও সদগতি হয়। পরিশেষে সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
।। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।
অতিক্রান্ত বছর (২০২১-২২)-র কার্য বিবরণী
১) সম্মিলনী মুখপত্র ‘যোগিসখা’ পত্রিকা : সমগ্র ভরতের অন্যতম প্রচীন মাসিক পত্রিকা ‘যোগিসখা’ ১১৮ বছরে পদার্পণ করেছে। করোনা সংক্রান্ত বিধিনিষেধ কে গুরুত্ব দিয়ে যতদূর সম্ভব আমরা কয়েকটি সংখ্যা প্রকাশ করে সদস্যদের হাতে পৌঁছে দেবার চেষ্টা করেছি। এছাড়া পত্রিকাটির পি. ডি. এফ. সংস্করণ আমাদের ‘ওয়েব সাইট’ –এ সংযোজন করেছি।
২) আঞ্চলিক শাখা সমিতি : সম্মিলনীর কামাখ্যাগুড়ি আঞ্চলিক শাখা নিয়মিত রেজিস্ট্রেশন নবীকরণ করে ও বাৎসরিক অধিবেশনের অনুষ্ঠান করে তার প্রতিবেদন সম্মিলনী ভবনে প্রেরণ করে। এছড়া উত্তর বঙ্গের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মিলনীর বাৎসরিক বৃত্তি প্রদান উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে।
৩) সরস্বতী পাল ছাত্রাবাস : বিগত কয়েকটি বছর ছাত্রাবাসে আবাসিকদের সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল। বর্তমানে অবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে। ছাত্রদের সুযোগ সুবিধা বাড়ানো ও ছাত্রাবাসের রক্ষণাবেক্ষনের জন্য চেষ্টা করা হচ্ছে। ছাত্রদের সহযোগিতায় ও স্বতস্ফূর্ত যোগদানে সম্মিলনীর বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
৪) আচার্য রাধাগোবিন্দ নাথ দাতব্য চিকিৎসালয় : বিদ্যাসগর কলেজ অব অপ্টিমেট্রি অ্যান্ড ভিসান সায়েন্স-র সহযোগিতায় ২৩৫ জন রোগীর চোখ পরীক্ষা ও চিকিৎসা হয়েছে ২০২১-২২ সালে। ঐ সময়ে চম্পা দেবনাথ স্মৃতি দন্ত চিকিৎসাকেন্দ্রে ৮৫৮ জন রোগীর দাঁতের চিকিৎসা করা হয়।
৫) শোভনা চৌধুরি ধর্মশালা : ২০২০-২১ আর্থিক বছরে ধর্মশালায় অতিথি আগমন কম ছিল। বর্তমান আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে ধর্মশালাটির সামগ্রিক উন্নয়ন প্রয়োজন। এ বিষয়ে আমরা সকলের কাছে আর্থিক সহযোগিতা আশা করবো।
৭) বিভিন্ন অনুষ্ঠান সমূহ :
ক) সম্মিলনীর ওয়েব-সাইট – সম্মিলনীর ওয়েব-সাইটে স্বজাতি সম্পর্কিত বিভিন্ন সংবাদ ও অনুষ্ঠান, ছাত্র-বৃত্তির আবেদন, পাত্র-পাত্রী সম্পর্কিত বিজ্ঞাপন, সদস্য পদ গ্রহণ প্রভৃতি বিষয়ে তথ্যের আদান-প্রদান করা হয়।
খ) শিবরাত্রি পূজা উৎযাপন – মহা উৎসাহ ও উদ্দীপনার সাথে শিবরাত্রি পালিত হয়েছে। পূজা ও যজ্ঞানুষ্ঠানের পর প্রসাদ বিতরণ করা হয়। ছাত্রাবাসের ছাত্রবৃন্দ সহ অনেক স্বজাতিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মিলনী অর্থভাণ্ডারে অনুদান :
বিগত আলোচ্য বছরে সম্মিলনীর বিভিন্ন অর্থভাণ্ডারে সংগৃহীত অনুদানের পরিমান নিম্নরূপ
১১০ তম বার্ষিক সাধারণ অধিবেশন উপলক্ষে অনুদান: ১,১৫০ টাকা
সম্মিলনীর সাধারণ অর্থভাণ্ডার: ২,২০২ টাকা
ধর্ম শালায় অনুদান সংগ্রহ: ১১,৯০০ টাকা
যোগিসখা পত্রিকা ভাণ্ডার: ১৪,০০২ টাকা
শিক্ষা অর্থভাণ্ডার: ৮০,০০০টাকা
প্রতিবেদনটি পরিবেশনের অন্তে সকলের কাছে আবেদন সম্মিলনীর ওয়েব সাইট চালু হওয়ায় আপনারা এই ইলেক্ট্রনিক মাধ্যমটিকে ব্যবহার করে স্বজাতির মধ্যে যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উৎকর্ষের স্বার্থে সহযোগিতা করুন।
সকলে ভালো থাকবেন, ধন্যবাদ ও নমস্কার
ড. সভাপতি নাথ, সম্পাদক, আসাম বঙ্গ যোগি সম্মিলনী।
কলকাতা, ১৩ই নভেম্বর, ২০২২