১১২ তম বার্ষিক সাধারণ অধিবেশন উপলক্ষে অধিবেশন মঞ্চটি সম্মিলনীর প্রাক্তন সভাপতি স্বর্গীয় অধ্যাপক গোপাল চন্দ্র দেবনাথ মহাশয়ের নামে উৎসর্গীকৃত হয় ও দুটি তোরণ প্রাক্তন যোগিসখা পত্রিকা সম্পাদক স্বর্গীয় চিত্তরঞ্জন ভৌমিক মহাশয় ও প্রাক্তন কার্যকর্তা, সংগঠক ও সমাজসেবী গোহালবাটী ( উ. ২৪ পরগনা) নিবাসী স্বর্গীয় চিত্তরঞ্জন নাথ মহাশয়ের স্মৃতিতে নামাঙ্কিত করা হয়।
উদ্বোধন :
রীতি অনুসারে সকাল ১১-০০ ঘটিকায় সভাপতি শ্রী মানিক রঞ্জন দেবনাথ মহাশয় দ্বারা সম্মিলনীর পতাকা উত্তলোন ও সম্মিলনী প্রতিষ্ঠাতা আচার্য রাধা গোবিন্দ নাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । এর পর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করে অধিবেশনের শুভ উদ্বোধন করেন উদ্বোধক অতিরিক্ত জিলা জজ, হাওড়া, শ্রী আসীম কুমার দেবনাথ মহাশয়। তাঁকে সহায়তা করেন প্রধান অতিথি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. পরিমল দেবনাথ মহাশয়, সম্মিলনী সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূল অনুষ্ঠানের শুরুতে উপনিষদের মন্ত্র ও আচার্য রাধা গোবিন্দ নাথ সম্পর্কিত রচনা পাঠ করে মঙ্গলাচরণ করেন শ্রীমতী শিখা নাথ । অতঃপর অতিথিবর্গদের পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা ও সম্মানিত করা হয়। সম্মানীয়দের মধ্যে বিশিষ্ট স্বজাতিবৎসল পুর্ব মেদিনীপুরের শ্রী অমর নাথ মহাশয়ও ছিলেন।
সম্মিলনী সভাপতি আগত উদ্বোধক, প্রধান অতিথি , বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সভায় উপবিষ্ট সকলকে স্বাগত জানান এবং সভায় তাঁদের মুল্যবান পরামর্শ দেবার আমন্ত্রন রাখেন।
উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণ :
উদ্বোধনী ভাষণে শ্রী আসীম কুমার দেবনাথ মহাশয় তথ্যপ্রযুক্তি ও ডিজিটাইজেশন-র ওপর গুরুত্ব আরোপ করেন । এছাড়া তিনি ওয়েবসাইট-র ব্যবহারিক প্রয়োগের দিকে সম্মিলনীর নজর দেবার পরামর্শ দেন। প্রধান অতিথি অধ্যাপক ড. পরিমল দেবনাথ মহাশয় সংগঠনের উপযোগিতার উল্লেখ করে যুব সম্প্রদায়কে কিভাবে সম্মিলনীমুখী করা যায় সেদিকে দৃষ্টি দেবার কথা বলেন।
সম্পাদকীয় প্রতিবেদন (২০২১-২২) :
শোক জ্ঞাপন : সম্মিলনী সম্পাদক ড. সভাপতি নাথ তাঁর প্রতিবেদনের শুরুতে
বিগত ১১তম বার্ষিক সাধারণ অধিবেশনের পর থেকে এ পর্যন্ত সম্মিলনীর যে সকল কর্মকর্তা, সদস্য-সদস্যা ও স্বজাতিবর্গ প্রয়াত হয়েছেন তা উল্লেখ করে তাঁদের সকলের প্রতি শোক প্রকাশ করেন। বিদেহী সকল আত্মার শান্তি কামনা করে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অতিক্রান্ত বছর (২০২১-২২)-র কার্য বিবরণী : কার্য বিবরণী পাঠ করতে গিয়ে সম্পাদক মহাশয় সম্মিলনী মুখপত্র ‘যোগিসখা’ পত্রিকা, রেজিস্ট্রেশন নবীকরণ, আঞ্চলিক শাখা-সমিতি, সরস্বতী পাল ছাত্রাবাস, আচার্য রাধাগোবিন্দ নাথ দাতব্য চিকিৎসালয়ে রোগীর পরীক্ষা ও চিকিৎসার সংখ্যা্, শোভনা চৌধুরি ধর্মশালা, সম্মিলনীর ওয়েব-সাইট ও সম্মিলনী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান প্রভৃতি বিষয় নিয়ে তথ্য পরিবেশন করেন। সম্পাদক মহাশয় আরো জানান বিগত আলোচ্য বছরে সম্মিলনীর বিভিন্ন অর্থভাণ্ডারে সংগৃহীত অনুদানের পরিমান ছিল ১,০৯,২৫৪ টাকা। সভায় সম্পাদক মহাশয়ের প্রতিবেদনটি অনুমোদিত হয়।
২০২১-২২ আর্থিক বছরের আয়-ব্যায় সংক্রান্ত হিসাব :
সম্মিলনীর ২০২১-২২ আর্থিক বছরের আয়-ব্যায় সংক্রান্ত হিসাব পরীক্ষকের বিবরণ (Audit Report) পরিবেশনকালে সম্পাদক মহাশয় আগত সকলকে অবগত করান যে ঐ সময়কালে সম্মিলনীর মোট আয় ও ব্যয় ছিল যথাক্রমে ৭,২৫,০৭৮ টাকা ও ৭,২৫,০৭৮ টাকা এবং হিসাবে উদ্বৃত্ত রয়েছে ৬,৬০৫ টাকা। সভায় আয়-ব্যায় সংক্রান্ত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
প্রস্তাব সমুহ অনুমোদন :
১) পরিষদীয় সদস্যদের সভায় ২০২২-২৩ সালের আয়-ব্যায় সংক্রান্ত হিসাব পরীক্ষকরূপে সি. এ. শ্রী এস এন বন্দোপাধ্যায়ের নামটি গৃহীত হয় । সাধারণ সভায়ও তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
২) উন্নততর যোগাযোগ রক্ষার জন্য সাধারণ পরিষদ সদস্যদের ফোন/মোবাইল নম্বর, WhatsApp নম্বর, ই-মেইল প্রভৃতি সাধারণ সম্পাদকের সাথে বিনিময়ের প্রস্তাবটি পরিষদীয় সদস্যদের সভায় গৃহীত হয় । সাধারণ সভায় তা অনুমোদিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান : মধ্যহ্ন ভোজনের বিরতিতে সম্মিলনীর রীতি অনুযায়ী সাংস্কৃতিক উপসমিতির সম্পাদিকা শ্রীমতী শিখা নাথের পরিচালনায় একটি মনোরম বিচিত্রানুষ্ঠান পরিবেশিত হয়। অংশগ্রহন করেন শিব বন্দনায় কামাখ্যাগুড়ি আঞ্চলিক শাখার শ্রী বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, আবৃত্তিতে শ্রী করুণাকান্ত নাথ, অনুগল্প পাঠে পত্রিকা সম্পাদক শ্রী নিত্যরঞ্জন দেবনাথ, সঙ্গীতে আজীবন সদস্যা শ্রীমতী সন্ধ্যা দেবনাথ, বিশ্বজিত দেবনাথ (হাবরা), শ্রীমতী ইভা দেবনাথ ও তাঁর কণ্যাদ্বয় অনিন্দিতা ও বলাকা। সংক্ষিপ্ত এই অনুষ্ঠান ছিল অত্যন্ত মনোগ্রাহী ও উপভোগ্য এবং দর্শক-মণ্ডলী তার ভূয়সী প্রশংসা করেন। ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি ঘোষণা : সম্মিলনী সহ-সম্পাদক শ্রী তুষার রঞ্জন নাথ উপস্থিত সকলকে তাদের উপস্থিতি, অধিবেশনে অংশগ্রহণ এবং সর্বতোভাবে সহযোগিতার জন্য সম্মিলনীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। এর পর সম্মিলনী সভাপতি শ্রী মানিক রঞ্জন দেবনাথ মহাশয় সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।
---০০০০০০০০০০০---