আসাম বঙ্গ যোগি সম্মিলনী-র প্রাক্তন কার্যকারক মণ্ডলীর সদস্য ও স্বজাতি প্রেমী শ্রী চিত্তরঞ্জন নাথ মহাশয় তাঁর গোহালবাটি (হাবড়া, উত্তর ২৪ পরগনা)-র বাসভবনে ৮৫ বৎসর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে বিষ্ণুধামে গমন করেছেন গত ২৮শে মে, ২০২২। স্বর্গীয় চিত্তরঞ্জন নাথ গ্র্যাজুয়েট এবং কেন্দ্রীয় সরকারের অধীন কাশিপুর গান এণ্ড শেল ফ্যাক্ট্রী থেকে সিনিয়র অডিটর পদে অবসর গ্রহণ করেন। চাকুরী জীবনের প্রথমে তিনি জব্বল্পুরের উক্ত সংস্থায় যোগদান করেন। তাঁর আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের নোয়াখালী জিলায়। তিনি সহধর্মিণী ছাড়াও ১ পুত্র ও তিন কন্যাদের রেখে গেছেন। সম্মিলনীর পক্ষে আমরা তাঁর প্রয়াণে গভীর মর্মাহত। তাঁর আত্মার চির শান্তি কামনা করছি ও সে সাথে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Category: ABYS News BN
Share this post