আসাম বঙ্গ যোগি সম্মিলনী- র অতি বিশিষ্ট সদস্য, কার্য-কারক মণ্ডলীর প্রাক্তন সদস্য ও সহ-সভাপতি এবং কলকাতাস্থিত ‘আর চৌধুরী গ্র্যান্ডসন্স’-র প্রতিষ্ঠাতা শ্রী অমলেন্দু বিকাশ চৌধুরী বিগত ৩১শে জুলাই, ২০২১ সকাল ছ’টায় তিরানব্বই বছর বয়সে ইহলোক ত্যাগ করে অমৃতলোকে গমন করেছেন।
সম্মিলনী-র পক্ষ থেকে আমরা তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি ও তাঁর আত্মার শান্তি কামনা করি। সেসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তাঁর জন্ম ১৯২৯ খৃ. ৫ই জানুয়ারি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত ফতেয়াবাদ গ্রামে। ১৯৪৬ সালে ম্যাট্রিক পাশ করার পর কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে আই এ ও পরে বি কম পাশ করার পর পিতৃদেব প্রতিষ্ঠিত বৌবাজারের অলঙ্কার বিপনি ‘আর চৌধুরী এণ্ড সন্স’ এ যোগদান। অর্ধ-শতাব্দীরও অধিক কাল ধরে সততা, মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসায় উত্তরোত্তর সমৃদ্ধি। একবিংশ শতাব্দীর প্রথম দিকে শারীরিক কারণে ধীরে ধীরে কর্মজীবন থেকে অবসর গ্রহণ। ইতিমধ্যে রাসবিহারী এভেনিউ মোড়ে ‘আর চৌধুরী গ্র্যান্ডসন্স’-র প্রতিষ্ঠা হয়েছে।
সম্মিলনী-র সমৃদ্ধিতে স্বর্গীয় চৌধুরী মহাশয়ের অবদান উল্লেখযোগ্য। সম্মিলনী ভবনের নির্মাণকল্পে তাঁর দুই লক্ষাধিক টাকার অনুদান স্মরণীয় ও সম্মলনীর ধর্মশালাটি তাঁর সহধর্মিনী-র নামাঙ্কিত। এছাড়াও পিতৃদেব রেবতী রঞ্জন চৌধুরী ও মাতৃদেবী ব্রজরাণী চৌধুরী-র স্মৃতিতে ছাত্র শিক্ষা বৃত্তির প্রবর্তন করেন লক্ষাধিক টাকার শিক্ষা ভাণ্ডার গঠন করে।
ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি !