কবি-সাহিত্যিক-গবেষক -অনুবাদক-অধ্যাপক ড. জীবন নাথ ওরফে ড. জীবন কৃষ্ণ দেবনাথ জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা জেলায় ১৯৩৯ সালে।১৯৭১ খ্রি থেকে ২০০০ খ্রি পর্যন্ত সুদীর্ঘ ৩০ বছর বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন অসমের নগাঁও কলেজে। অধ্যাপক ড. দীপক সেনের তত্ত্বাবধানে ১৯৮৬ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন পি. এইচ. ডি. । তাঁর গবেষণার বিষয় ছিল “The antiquity and Origin of Nath Yoga and the effects on mediaeval Bengali literature”.ড. জীবন নাথ, নাথ সম্প্রদায়ের প্রথম ব্যক্তি যিনি নাথ সাহিত্যের উপর গবেষণা করে পি,এইচ, ডি লাভ করেন। এই সময়ে তিনি গুয়াহাটি শহরের স্হায়ী বাসিন্দা। লিখেছেন অসংখ্য গদ্য,পদ্য, ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি ইত্যাদি। অসংখ্য পুরষ্কার ও সম্মানে ভূষিত ড. নাথের কলম এখনও অক্লান্ত। তিনি” যোগিসখা” পত্রিকার নিয়মিত লেখক ও সম্মিলনী-র বিশিষ্ট আজীবন সদস্য।
Category: ABYS News BN
Share this post