।। আসাম বঙ্গ যোগি সম্মিলনী ।।
৪৩/৬/৩৭-৩৮, ঝিল রোড, আদর্শ নগর, ঢাকুরিয়া, কলকাতা ৭০০ ০৩১
বিজ্ঞপ্তি
সুধী,
আগামী ২৮শে জুলাই ২০২৪ ( বাং ১২ই শ্রাবণ ১৪৩১ ), রবিবার আসাম বঙ্গ যোগি সম্মিলনীর ১১৪তম বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথিরূপে উপস্থিত থাকবেন যথাক্রমে ভরতরী বৈরাগ্য পন্থের সাধক যোগী আনন্দনাথজী মহারাজ ও নাটেশ্বরী পন্থের নাথ সন্ন্যাসী যোগী শনি নাথজী মহারাজ। উদ্বোধক যোগী আনন্দনাথজী মহারাজ ‘নাথ ধর্মে আধ্যাত্মিকতা ও নাথ সম্প্রদায়ের উন্মেষে আধ্যাত্মিকতার প্রয়োগ’ বিষয়ে বক্তব্য রাখবেন । প্রধান অতিথি আলোচনা করবেন ‘গুরু গোরক্ষনাথের ধর্ম ও আদর্শ’ বিষয়ে। অধিবেশনের বিশিষ্ট অতিথি অধ্যাপক ড. কুণাল দেবনাথ মহাশয় ‘যোগি নাথ সম্প্রদায়ের সম্মৃদ্ধিতে সম্মিলনীর ভূমিকা’ নিয়ে আলোচনা করবেন। অধিবেশনে সভাপতিত্ব করবেন সম্মিলনী সভাপতি ড. জীবন কৃষ্ণ নাথ মহাশয়। সম্মিলনীর পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাতা আচার্য রাধা গোবিন্দ নাথ মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে ঐদিন সকাল ১১-০০ ঘটিকায়। বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য ও আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ প্রদর্শনী এবং মধ্যাহ্ণ ভোজনের ব্যবস্থা থাকবে। অধিবেশন অনুষ্ঠানের পর ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ এই তিন বছরের নূতন কার্যকারক মণ্ডলী গঠিত হবে।
সম্মিলনীর সকল সদস্য-সদস্যা ও স্বজাতিবৃন্দদের বার্ষিক অধিবেশনে উপস্থিত থাকার জন্য একান্ত অনুরোধ।
বার্ষিক অধিবেশন উপলক্ষে সম্মিলনীর পরিষদীয় সভা আগামী ২৭শে জুলাই ২০২৪, শনিবার বিকাল ৪-০০ ঘটিকায় আয়োজিত হবে সম্মিলনী ভবনে। সকল পরিষদীয় সদস্য-সদস্যাদের অনুরোধ তাঁরা যেন উপস্থিত থেকে সভাটিকে সাফল্যমণ্ডিত করেন।
বিনীত —
ড. সভাপতি নাথ,
সম্পাদক, আসাম বঙ্গ যোগি সম্মিলনী
কলকাতা :: ৭ই জুলাই, ২০২৪