“R G কর হাসপাতালে নির্যাতিতার পরিবারকে মেডেল উৎসর্গ করেই প্রতিবাদ জানাতে চাই।মেডেল থেকে বড় জিনিস তো আমার কাছে আর কিছুই নেই! এভাবেই প্রতিবাদ জানালাম ।”
ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন হাওড়া উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ। শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা। দুবাইয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি পদক জিতে হইচই ফেলে দিয়েছিলেন সুস্মিতা। তবে সেই প্রতিযোগিতায় অংশ নিতে মায়ের গয়না বন্ধক রেখে টাকা ঋণ নিতে হয়েছিল তাঁকে। শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনের যোগ্যতা অর্জন করলেও অর্থভাবে তাঁর শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে সুস্মিতা পাশে পেয়ে যান সাধারণ মানুষকে। অনেকেই অর্থসাহায্য সহ তাঁর দিকে উৎসাহের হাত বাড়িয়ে দেন। হতাশ করেননি সুস্মিতা। শ্রীলঙ্কার মাটি থেকে জোড়া পদক জিতে তাঁর ওপর সকলের আস্থার মর্যাদা রেখেছেন। শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনে আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছেন সুস্মিতা। সুস্মিতা জানিয়েছেন, আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছি। ট্র্যাডিশনাল ইভেন্টে রুপো পেয়েছি। এত মানুষ পাশে দাঁড়িয়েছিলেন। সকলের জন্য পদক জিততেই হবে, এমন শপথ নিয়েই প্রতিযোগিতায় নেমেছিলাম।
অনেক অভিনন্দন রইলো সুস্মিতার জন্য