বিজয়া সম্মেলন ২০২২
আসাম বঙ্গ যোগি সম্মিলনীর ২০২২ সালের ‘বিজয়া সম্মেলন’ ৩০/১০/২০২২ তারিখে অনুষ্ঠিত হয় সম্মিলনী ভবনে। সম্মিলনীর সভাপাতি শ্রী মানিক রঞ্জন দেবনাথ মহাশয়ের স্বাগত ভাষণ ও সকলকে প্রীতি ও এবং শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেন সম্মিলনীর সহ-সভাপতি শ্রী মনিলাল ভৌমিক মহাশয়ও। সম্মিলনীর সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়িকা শ্রীমতি মৈত্রেয়ী চৌধুরীর ব্যবস্থাপনায় এই সমাবেশে একটি মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান পরিবেশিত হয়।
শুরুতে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং পরবর্তীতে নাচ, গান, স্বরচিত কবিতা পাঠ, সন্তুর বাদন, ইন্দ্রজাল প্রদর্শনী, লোক-সংগীত ও সর্বশেষে গীতি-নাট্ট পরিবেশনের মাধ্যমে সমগ্র চার ঘন্টার সান্ধ্যকালীন অনুষ্ঠানটি অত্যন্ত সুগঠিত, হৃদয়গ্রাহী আর আকর্ষণীয় হয়ে ওঠে। শ্রীমতি কল্পনা দেবনাথের স্বরচিত কবিতা পাঠ, ‘লোক সরস্বতী’-র পরিবেশনায় ‘ঝুমুর গান’ এবং শ্রীমতি মৈত্রেয়ী চৌধুরী ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় শ্রুতি-নাটক ‘চণ্ডালিকা’ বিশেষ প্রশংসার দাবী রাখে।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালকের দায়ীত্ব পালন করেন সম্মিলনীর সহ-সম্পাদক শ্রী দেবাশিস নাথ মহাশয় । সম্মিলনীর সাধারন সম্পাদক শ্রী সভাপতি নাথ মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপন ও পরিশেষে মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়। মঞ্চ-সজ্জা, আপ্যায়ন ও অন্যান্য ব্যবস্থাপনায় শ্রী পিন্টু মজুমদার, শ্রী নারায়ন নাথ মজুমদার, শ্রী তুষার রঞ্জন নাথ ও শ্রী সলিল নাথ মহাশয়গনের অবদান ছিল প্রশংসনীয়।
-: o o o :-