।। শোক সংবাদ ।।
।। গোপাল চন্দ্র ভৌমিক ।।
জন্মঃ ১০/০৩/১৯৩৬ মৃত্যুঃ০২/১০/২০২২
যে সকল মহানুভব ব্যক্তিত্ব তাঁদের সহানুভূতিপূর্ণ অংশগ্রহণ, অধ্যবসায়, সাংগঠনিক নৈপুণ্য, প্রত্যক্ষ শ্রম, পরোপকার ও আর্থিক সংস্থানের মাধ্যমে আসাম বঙ্গ যোগি সম্মিলনীর গৌরবান্বিত ১১৩ বৎসর অতিক্রম করতে সহায়তা করেছেন এবং বিশেষ করে স্বাধীনতা পরবর্তী যুগে সম্মিলনীর অন্যতম প্রধান উদ্দেশ্য ‘স্বজাতির শিক্ষা প্রসার’-এ পৃষ্ঠপোষকতার দায়ীত্ব পালন করেছেন তাঁদের অন্যতম একজন হলেন আসাম বঙ্গ যোগি সম্মিলনীর বিশিষ্ট আজীবন সদস্য ও হরিসভা রোড, নোনাচন্দনপুকুর, কলকাতা ১২২ নিবাসী শ্রী গোপাল চন্দ্র ভৌমিক মহাশয়। অত্যন্ত দুক্ষজনক যে তিনি আজ আর আমাদের মধ্যে নেই। শারদীয়ার উৎসবমুখর মহাসপ্তমীর সকালকে ম্লান করে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে বিষ্ণুধামে গমন করলেন। প্রায় দুবছর পূর্বে তাঁর সহধর্মিণী শ্রীমতী দীপ্তি ভৌমিক পরলোক গমন করেন। শ্রী ভৌমিক মৃত্যুকালে রেখে গেলেন তিন পুত্র – রবীন্দ্রনাথ, আভিজিৎ, সুরজিৎ, তিন পুত্রবধূ, নাতি-নাতনী, বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত গুণমুগ্ধদের। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাভিভূত। তাঁর পরিবারের সকলের প্রতি সম্মিলনীর পক্ষ থেকে সহানুভূতি ও সমবেদনা জানাই আর সে সাথে পলোকগত আত্মার সদগতি কামনা করি।
স্বজাতি ও শিক্ষা-দরদী শ্রী ভৌমিক সম্মিলনীর সকল কাজে বিশেষ উৎসাহী ছিলেন প্রবীণ বয়সেও। তাঁর পিতৃদেব স্বর্গীয় গোবিন্দ চন্দ্র ভৌমিক ও মাতৃদেবী স্বর্গীয়া কুঞ্জলতা দেবীর স্মৃতির উদ্দেশ্যে লক্ষাধিক টাকার শিক্ষা ভাণ্ডারের প্রবর্তন করেন দরিদ্র ছাত্র-ছাত্রীদের উপকারার্থে। কেবলমাত্র ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তিনি সর্বমোট ১,০৫,০০০ টাকা দান করেছেন। এই বিশাল অবদানে সহধর্মিনীর উৎসাহ ও প্রেরণা উল্লেখনীয়। এজন্য সম্মিলনী তাঁর পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতাবশে আবদ্ধ।
স্বর্গীয় গোপাল চন্দ্র ভৌমিক মহাশয়ের জন্ম হয় মনোহরপুর, জিলা কুমিল্লা।
শিক্ষাজীবন শুরু হয় কুমিল্লার ঈশ্বর পাঠশালায় ও পরে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে বি এস সি পাশ করেন। পেশাগতভাবে কিছুদিন বেঙ্গল ইমিউনিটি কম্পানীতে কিছুদিন কাজ করার পর ১৮ বছর স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন ও পরবর্তী ১৬ বছর প. বঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে চাকুরী করেছেন। তাঁর পিতৃদেব স্বর্গীয় গোবিন্দ চন্দ্র ভৌমিক (বি এ এল এল বি) ছিলেন কুমিল্লা শহরের প্রতিষ্ঠিত উকিল। স্বর্গীয়া দীপ্তি দেবীর পিতা স্বর্গীয় মহেন্দ্রনাথ নাথ (বি এ এল এল বি) ছিলেন খুলনা বাগেরহাট শহরের স্বনামধন্য আইন ব্যবসায়ী। দেশভাগের নির্মম কষাঘাতে অন্যদের মতো এ দুটি পরিবারও তাঁদের যশ-প্রতিপত্তি হারিয়েছেন। উচ্চতর ও অর্থবহ উচ্চশিক্ষা গ্রহণে বিদ্যার্থীদের প্রবুদ্ধ করার আমাদের মিশন বা প্রয়াসকে সফল করতে ভৌমিক পরিবারের প্রত্যক্ষ অংশগ্রহণ সম্মিলনীকে সর্বদা প্রাণবন্ত ও গতিশীল রাখবে।
।।ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।।
০০০